ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
প্রিয় নবী (দ.) ও পবিত্র কোরআনের বিরুদ্ধে কটুক্তিকারী নাস্তিক-ব্লগার আসাদ নুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
অবিলম্বে ব্লগার আসাদ নুরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী বলেছেন- মুসলমানদের প্রাণপ্রিয় নবী (দ.) ও ঐশীগ্রন্থ পবিত্র কোরআনের বিরুদ্বে কটুক্তি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে কখনও তা মেনে নেয়া যায় না। কথিত ব্লগার আসাদ নূরের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ সভ্যতার গালে প্রচণ্ড চপেটাঘাত বলে উল্লেখ করে তিনি অবিলম্বে ব্লগার আসাদ নুরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী বলেছেন-
ব্লগার আসাদ নূর একজন আত্মস্বীকৃত নাস্তিক। এ অর্বাচীন ইতোপূর্বে একাধিকবার প্রিয় নবী (দ.) ও পবিত্র কোরআন নিয়ে কটুক্তি করেছে। যৎকারণে তার বিরুদ্ধে ঢাকা- চট্টগ্রামে মামলাও চলমান রয়েছে। কিন্তু দূঃখজনক হলেও সত্য যে, কোন অদৃশ্য হাতের ইশারায় অদ্যাবধি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, তা মোটেও বোধগম্য নয়। অবিলম্বে কুলাঙ্গার এ নাস্তিককে যদি গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়, তাহলে চারিদিকে হানাহানি- সহিংসতা ছড়িয়ে পড়বে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর এর উদ্যোগে অদ্য ১১ আগস্ট ‘২৩ ইং শুক্রবার বাদে জুমা ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে নাস্তিক ব্লগার আসাদ নুর কর্তৃক প্রিয় নবী (দ.) ও পবিত্র কোরআনের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ও তাকে
আইনের আওতায় এনে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় শহর সচিব মোহাম্মদ তরিকুল হাসান লিংকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিলন হোসেন, মো আবু নোমান, ঢাকা মহানগর এর সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, পল্টন থানার সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ইসলামিক যুব ফ্রন্ট ঢাকা মহানগর এর আহবায়ক মো: দেলোয়ার হোসেন ফয়সাল, সদস্য সচিব মোহাম্মদ শাফিন, সদস্য মোহাম্মদ তারেক ও ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর সভাপতি মোঃ আলী আকবর প্রমুখ। মানববন্ধন শেষে আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা মোশাররফ হোসেন হেলালীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের আশপাশস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।