ইসলামিক ফ্রন্ট’র মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন
মহান স্বাধীনতা বাঙালির রক্তমূল্যে কেনা এক মহাঅর্জন— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
বক্তারা বলেন- ২৬ মার্চ একটি বিস্ময়কর ঘটনাবহুল ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। যেটির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে অসংখ্য-অগণিত অম্ল-মধুর স্মৃতি। যার নেপথ্যে রয়েছে, ৩০ লক্ষ বাংলা মায়ের অকুতোভয় মর্দে মুজাহিদদের অমূল্য প্রাণ বলিদান এর মত কীর্তিগাঁথা। কেবলই তা নয়, এটি হচ্ছে ২ লক্ষ মুক্তিকামী মা-বোনের সম্ভ্রমহানির মত কলঙ্কজনক এক ট্রাজেডি। এটি বাঙালির রক্তমূল্যে কেনা একটি মহাঅর্জন। অত্যন্ত দূঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হতে চলেছে কিন্তু এখনও স্বাধীনতা বিরোধীরা এদেশের মহান স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। এখনও এরা দেশ বিরোধী চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করে বক্তারা বলেন- স্বাধীনতাকে অর্থবহ করতে হলে জাতীয় জীবনে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
অদ্য ২৬ মার্চ রোববার সকাল ১০ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে ঢাকা পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন।সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা মুহাম্মাদ জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম মহাসচিব পীরে তরিকত হজরতুলহাজ আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব পীরে তরিকত হজরতুলহাজ আল্লামা মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব জনাব আলহাজ্ব মুহাম্মদ আমজাদ আলী লিটন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব মোহাম্মদ তরিকুল হাসান লিংকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, সহ অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কালাম ও মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ সাইফুদ্দিন, ওমর ফারুক মোঃ সানি দেওয়ান, আলী আকবর ও মো: তোফায়েল প্রমুখ নেতৃবৃন্দ।