
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ে কর্মসূচি গ্রহণ করার নির্দেশ — ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলার অভিষেক অনুষ্ঠানে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
অদ্য ১লা মার্চ সকাল ১০ টায় হবিগঞ্জের একটি অভিজাত মিলনায়তনে মাওলানা মুহাম্মাদ আব্দুল হামিদের সঞ্চালনায় ও মুফতি এম এ মোমেন এর সভাপতিত্বে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব কুতুবুল হাসান চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ বদরুর রেজা সেলিম,সহ কর্মসংস্থান ও প্রবাসী বিষয়ক সম্পাদক এম এ ওয়াহেদ, ইসলামিক যুবফ্রন্ট এর আহবায়ক যুবনেতা মুহাম্মাদ মনির হোসাইন সহ প্রমূখ।