আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায়-ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
বাঙালি জাতিসত্তার এক অনুপ্রেরণার দিন ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় – আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তার এক অনুপ্রেরণার দিন। কেননা এ দিবসে প্রাথমিকভাবে বাঙালির জাতীয় চেতনার উন্মেষ ঘটেছিল। যে ঐতিহাসিক দিবসে ঔপনিবেশিক অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি জাতি প্রথম প্রতিরোধে গর্জে উঠে। আর এ আন্দোলনের মাধ্যমেই সুগম হয় বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টির পথ। সুতরাং এ দিবসটি নিশ্চিতভাবে বাঙালির সুদৃঢ় ঐতিহ্যের পরিচয় বহন করে। মাতৃভাষা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিশেষ এক নেয়ামত। এটির যথার্থ কদরদানী করা সকলের জন্য অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
সংগঠনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন-২১ ফেব্রুয়ারীর সাফল্য ও গৌরবগাঁথা বাংলাদেশ এর মানুষের সাথে সাথে বিশ্বের ৩০ কোটিরও অধিক বাংলা ভাষাভাষি মানুষদের যেমনি করেছে মহিমান্বিত, তেমনি বিশ্বসভার প্রতিটি জাতীয় জীবনে মাতৃভাষা অর্জন করেছে অনন্য বৈশিষ্ট্য ও অপরিসীম গুরুত্ব। বস্তুতঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সামাজিক পরিষদের এক সিদ্ধান্তে জাতীয় জীবনে মাতৃভাষার অপরিসীম গুরুত্বের বিষয়টি দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে বাঙালির গৌরবগাঁথা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করা হয়। তাই ২১ ফেব্রুয়ারী এখন শুধু বাংলা ভাষাভাষী মানুষের পালনীয় দিবস নয়, বরং বিশ্বসভায় ১৮৮টি সভ্য দেশ ২০০০ সাল থেকে এ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারী’২৩ ইং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন – মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ভাইস চেয়ারম্যান- এডভোকেট এ এম এম একরামুল হক, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা শহিদুল ইসলাম আবেদী, এডভোকেট ইমদাদুল হক পাটোয়ারী, সিনিয়র যুগ্ন মহাসচিব পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ন মহাসচিব স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, এস এম আব্দুল করিম তারেক। দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিঙ্কন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ মাওলানা বদরুর রেজা সেলিম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সচিব (মেঘনা) অধ্যক্ষ মাওলানা সামসুদ্দোহা, মুফতি মাওলানা নিজাম উদ্দিন নোমানী, আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, আবুল কালাম আজাদ, আব্দুল খালেক, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, শাহাদত হোসেন চৌধুরী রুবেল, এডভোকেট জসিম উদ্দিন মাহমুদ, শেখ ফরিদ মজুমদার ও দোলোয়ার হোসেন ফয়সাল প্রমূখ।
পরিশেষে ভাষা শহীদদের আত্নার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
[related_post themes="flat" id="1908"]