খবরের বিস্তারিত...


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩০০ আসনে প্রতিদ্ধন্ধিতা করবে—ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সেমিনারে আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান জাতীয় নেতা আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- গণতান্ত্রিক সমাজের মূল চালিকাশক্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়েই জনমতের প্রতিফলন ঘটে। তাই এ মূহুর্তে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে, এমনটিই প্রত্যাশিত সকল অংশীজনের নিকট। নির্বাচনের ক্ষেত্রে দেশের জনগণ আর অতীতের পুনরাবৃত্তি চায় না। যেজন্য সর্বাগ্রে সরকারকে কার্যকর ভূমিকায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল রাজনৈতিক দল এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলেরই ইতিবাচক মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসা উচিত। এ মূহুর্তে ব্লেইমগেইম রাজনীতি সহিংসতা বাড়াবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩০০ আসনে প্রতিদ্ধন্ধিতা করবে বলে উল্লেখ করে তিনি বলেন- সংবিধান এর ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কেননা সরকারের প্রভাবমুক্ত কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পারে।
অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- মহামারি করোনা ও ইউক্রেন- রাশিয়ার চলমান যুদ্ধের কারণে তাবৎ বিশ্ব এখন অর্থনৈতিক মন্দায় কবলিত। যার অশুভ শিকার থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও বাদ পড়েনি। এমনটি হলে শ্লথ গতি থাকবে বৈশ্বিক অর্থনৈতিক কর্মযজ্ঞে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মুদ্রা মানে অস্থিরতা বিরাজ করবে। বিনিয়োগে ভাটা পড়বে। কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়ে অভিশপ্ত বেকারত্ব বৃদ্ধি পাবে। নাগালে থাকবে না ক্রয়ক্ষমতা। হ্রাস পাবে বিশ্ববানিজ্য। উপরন্তু জিডিপির প্রবৃদ্ধির হার কাঙ্ক্ষিত লক্ষ্য স্পর্শ করতে পারবে না। এমনিতর পরিস্থিতিতে যদি ক্ষমতাকেন্দ্রিকতার পদতলে পিষ্ট হয় দেশের রাজনীতি, তাহলে তা হবে সকলের জন্য আত্নঘাতি। তাই এ মূহুর্তে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচনই দেশের জনগণের নিকট অধিকতর প্রত্যাশিত। সুতরাং নির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনো ধরনের অবাঞ্ছিত সহিংসতা জনগণের নিকট কাম্য নয়। আর যদি এমনটি হয় তাহলে আবারও লক্ষ্যভ্রষ্ট হবে রাজনীতি। রূদ্ধ হয়ে যাবে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা। মুখ থুবড়ে পড়বে দেশের জাতীয় অর্থনীতি। ভুলুন্ঠিত হবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ। ম্লান হয়ে যাবে এযাবতকালের সর্বপ্রকার জাতীয় অর্জন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ৩১ অক্টোবর ‘২২ ইং সোমবার সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবস্থ আব্দুস সালাম হলে “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাবনা শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান জাতীয় নেতা পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ন মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ন মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালী,যুগ্ন মহাসচিব স ম হামেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এইচ এম মুজিবুল হক শাকুর, কার্য্যনির্বাহী সদস্য অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী ও মাওলানা জিয়াউর রহমান প্রমূখ।

[related_post themes="flat" id="1854"]