
ইসলামিক ফ্রন্ট’র উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ভাষা মহান আল্লাহ প্রদত্ত অন্যতম নেয়ামত মাতৃভাষা, সেই ভাষার অধিকার আমাদের রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে- অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর মা.জি.আ. বলেছেন- মাতৃভাষা আল্লাহ প্রদত্ত মহান নেয়ামত। পৃথিবীর জমিনে যত নেয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিজের মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারা। মানুষের সুখ-দু:খ, হাসি-কান্না, আনন্দ-বেদনা ইত্যাদি ভাষার মাধ্যমে প্রকাশ করে আমরা নিজেদের হালকা করতে পারি। ১৯৫২ সালে মাতৃভাষায় কথা বলার দাবীতে বাঙ্গালী জনতার উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর সহ অন্যান্য তরুণ নেতৃবৃন্দ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন। সেই রক্তের সিড়িঁ বেয়ে ভাষা আজ প্রতিষ্ঠিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ^ব্যাপী তা প্রচারিত। তাঁদের ত্যাগের ফসল আজ স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে বাংলায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র উদ্যোগে অদ্য ২১ ফেব্রুয়ারী ২০২২ইং সোমবার সকাল ১০.০০টায় রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সভাপতির আলোচনায় অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর মা. জি. আ. উপরোক্ত আলোচনা করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালী, সাংগঠনিক সচিব- এডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, অর্থ সচিব- এডভোকেট শাহীদুল আলম রিজভী, সহ-দপ্তর সচিব- এম. এম. নাঈম উদ্দীন, সদস্য মৌলানা ইউসুফ হাসান মাহমুদী, মৌলানা আব্বাস আলী শরীফি, ইসলামী ছাত্রসেনার সভাপতি এবিএম আরাফাত মোল্লা, সহ-সভাপতি সৈয়দ গোলাম হায়দার হাসিব, মো. দেলোয়ার হোসেন ফয়সল, সাংগঠনিক সম্পাদক- হাফেজ মুনির উদ্দীন, হাফেজ আলী আকবর, শেখ তোফায়েল আহমেদ, মৌলানা ইলিয়াছ আলকাদেরীসহ প্রমূখ। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় গুরুত্বপূর্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[related_post themes="flat" id="1815"]