খবরের বিস্তারিত...


ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

জানু. 04, 2022 সাংগঠনিক খবর

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যেই গঠন করতে হবে নতুন নির্বাচন কমিশন। তাই ইসি গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর অংশ হিসেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ’র নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির সাথে আগামী ১১ জানুয়ারি ইসি গঠনের সংলাপ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

আশা করা যাচ্ছে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নেতৃবৃন্দ বঙ্গভবনের সংলাপে অংশ নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গ্রহণযোগ্য, অর্থবহ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করতে একটি ন্যায়পরায়ণ নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবনা উত্থাপন করবেন।

[related_post themes="flat" id="1802"]