জুইদন্ডি ইউপি সদস্য হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাত্রসেনার নেতা আব্দুল্লাহ আল নোমান
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় আসন্ন ৩১ শে জানুয়ারি ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড হতে আনোয়ারা উপজেলা নির্বাচনি কার্যালয় এর সহকারি কর্মকর্তা জনাব অজিৎ সাহেব’র কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মেম্বার পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান।
মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজান, মোহাম্মদ জিসান সহ অত্র ওয়ার্ডের জনসাধারণ।
এসময় তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে আমি জয়যুক্ত হইলে এলাকার রাস্তা ঘাট উন্নয়ন, মাদক ও সন্ত্রাস মুক্ত, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকবো।
নির্বাচনীয় প্রতিশ্রুতি হিসেবে তিনি জানান, সন্ত্রাস,চুরি ও মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন জনগণকে উপহার দেবেন,উক্ত ওয়ার্ডের সেবক হতে একটি সুন্দর সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরীব- ধনীর তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করবেন। যদি তিনি সুযোগ পান বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবেন। গরীব-ধনির ভেদাভেদ কে সমাজ থেকে বিলুপ্ত করে আর্দশীক সমাজ হিসাবে গড়ে তুলার লক্ষ্যে কাজ করবো।