খবরের বিস্তারিত...


চেয়ার প্রতীকের আহত প্রার্থী আবু মুসা’র শয্যাপাশে আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী

ডিসে. 28, 2021 সাংগঠনিক খবর

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের আহত প্রার্থী আবু মুসা’র শয্যাপাশে আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী

চাঁদপুর শাহরাস্তির ১৩ নং সূচিপাড়া উত্তর ইউনিয়নে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকে চেয়ারম্যান প্রার্থী, সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে আহত আবু মুসা ভাইকে দেখতে গেলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব পীরে তরীকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (মা. জি. আ.)। গতকাল ২৭ ডিসেম্বর এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ সচিব এডভোকেট শাহীদুল আলম রিজভী, সহ-দফতর সচিব এম এম নাঈম উদ্দীন ও শাহরাস্তি উপজেলা সভাপতি মাস্টার হেলাল আহমদ ।
এসময় আল্লামা খাজা আরিফ আহত মুছা ভাইয়ের শয্যাপাশে সময় কাটান ও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।

তিনি সারাদেশের নেতাকর্মীদের পক্ষে আহত প্রার্থী মুছা ভাইয়ের প্রতি সমমর্মিতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে দায়ী ও দোষী ব্যক্তিদের সমুচিত বিচার ও প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনরায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছেন।

Comments

comments