আল্লামা খায়রুল বশর হক্কানী(রহঃ)’র মাজার জিয়ারতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
আজ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের মাননীয় ভাইস-চেয়ারম্যান, জননেতা এডভোকেট এম,আবু নাছের তালুকদার ও কেন্দ্রীয় মহাসচিব শাইখুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর নেতৃত্বে -পীরে তরিকত হুজুর আল্লামা খায়রুল বশর হক্কানী হুজুরের মাজার জিয়ারতে আসেন নেতৃবৃন্দ।
সাথে ছিলেন ,-যুগ্ন মহাসচিব,এস,এম,সিরাজ উদ্দীন তৈয়্যবী, নগর সভাপতি-এইচ,এম মুজিবুল হক শুক্কুর,অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন হাশেমী,
অধ্যক্ষ হাফেজ মুহাম্মাদ রিদুয়ানুল হক্কানী,উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সি,সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুফতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী,ফ্রন্ট নেতা, রেজাউল করিম, মুহাম্মদ হোসাঈন, এডভোকেট আরাফাতুল ইসলাম।। নগর ইসলামী ছাত্রসেনার
সাধারণ সম্পাদক-ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল,সেনা নেতা রবিন এরশাদ,আবদুল্লাহ আল মামুন,সাথে বায়েজিদ থানার সেনা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাজার শরীফে জিয়ারতে উপস্থিত ছিলেন-, হুজুরের বড় শাহেবজাদা-অধ্যক্ষ হাফেজ রিদুয়ানুল হক হক্কানী, মেঝ শাহজাদা আরবী প্রভাষক-হাফেজ আহমদুর রহমান,সেঝ ও ছোট শাহজাদা-মঈন উদ্দীন,মুহাম্মদ ফখরুদ্দীন প্রমুখ।মুনাজাত পরিচালনা করেন -চুন্নাপাড়া মুনিরূল ইসলাম সিনিয়ার মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন হাশেমী( মাঃজিঃআ)।
[related_post themes="flat" id="1691"]