খবরের বিস্তারিত...


জনস্বার্থে হাসপাতাল নির্মিত হোক, তবে তা প্রকৃতি ধ্বংস করে নয়-নাগরিক সমাবেশে ইসলামিক ফ্রন্ট

আগস্ট 31, 2021 সাংগঠনিক খবর

ঐতিহ্য ও প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণ চট্টগ্রাম বিদ্বেষী মনোবৃত্তির বহিঃপ্রকাশ । ৬ একর জায়গা অধিগ্রহণ করা হলে গোটা সিআরবিই ধ্বংস হয়ে যাবে——এড.আবু নাছের তালুকদার।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন-সিআরবি চট্টগ্রামের ঐতিহ্য, চট্টগ্রামের ফুসফুস ও চট্টগ্রামের অন্যতম দর্শনীয় স্থান। যেথায় রয়েছে গাছপালা, পশু-পাখি, কীট-পতঙ্গের অপূর্ব সমাহার। স্মরণাতীতকাল থেকে এ সি আর বি এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক আচার- অনুষ্ঠানাদি আয়োজিত হয়ে আসছে। বিনোদনপ্রেমীদের জন্যও একটি কার্যকর স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে এটি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়! প্রাকৃতিক সৌন্দর্যের আধার জনগুরুত্বপূর্ণ এ এলাকাটির উপর পড়েছে শকুনদৃষ্টি। বেসরকারি হাসপাতাল নির্মানের নামে এ এলাকার নান্দনিকতা ও নয়নাভিরাম দৃশ্যাবলীর উপর চাকু চালাতে উদ্যত হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যৎকারণে ক্ষোভে ফুঁসছে গোটা চট্টগ্রাম। রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে গনবিরোধী আখ্যায়িত করে প্রতিদিন পালিত হচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি। সকলেরই অভিন্ন কথা- জনস্বার্থে হাসপাতাল নির্মিত হোক, তবে তা প্রকৃতি ধ্বংস করে নয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট আবু নাছের তালুকদার বলেছেন- সি আর বিতে প্রায় ১৬০/১৭০ প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে। এমনকি অনেক শতবর্ষী গাছও রয়েছে। অত্র এলাকা থেকে ৬ একর জায়গা অধিগ্রহণ করা হলে গোটা সি আর বিই ধ্বংস হয়ে যাবে। রেলওয়ের আরও অনেক জায়গা পরিত্যক্ত রয়েছে। সুতরাং ঐসব সুবিধাজনক জায়গায় হাসপাতাল নির্মিত হলে কোনপ্রকার সমস্যা হবে বলে মনে হয়না। নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন-সি আরবি স্বয়ং একটি হাসপাতাল। আমরা মনে করি হাসপাতালের জন্য অন্যত্র একাধিক জায়গা থাকার পরও সিআরবিতে হাসপাতাল নির্মানে রেলওয়ে কর্তৃপক্ষের অনড় অবস্থান চট্টগ্রাম বিদ্বেষী ষড়যন্ত্রেরই অংশবিশেষ। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি সিআরবি রক্ষায় গঠিত নাগরিক পরিষদের আন্দোলন এর সাথেও একাত্মতা পোষন করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অদ্য ২৮ আগস্ট শনিবার বিকেল ৪টায় সিআরবি চত্বরে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট আবু নাছের তালুকদার। আলহাজ্ব ডাঃ মাওলানা হাসমত আলী তাহেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আলহাজ্ব মোহাম্মদ আলম রাজু, আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, কাজী মাওলানা মফিজুর রহমান, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, লায়ন মোহাম্মদ এমরান, এডভোকেট ফেরদৌস আলম সেলিম,আব্দুল করিম, মাওলানা কাজী জিয়াউর রহমান। হাফেজ আনোয়ারুল ইসলাম খান, কাজী আহসানুল আলম, এস.এম. আবু ছাদেক ছিটু, কফিল উদ্দীন রানা, মোহাম্মদ মনির উদ্দীন, এইচ এম নাছির উদ্দীন, কাউসারুল ইসলাম সোহেল ও শহিদুল ইসলাম প্রমূখ।

[related_post themes="flat" id="1685"]