পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান-মহাসচিবের শুভেচ্ছা বার্তা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান-মহাসচিবের শুভেচ্ছা বার্তা
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এবং শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর মুসলিম কমিউনিটির অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে এক যুক্ত বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন- পবিত্র ঈদুল আযহা নিছক পশু কুরবানীই নয় বরং এটি হচ্ছে মানুষের ভেতরকার পশুত্ব, দাম্ভিকতা-অহংবোধ, স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ সর্বোপরি অবাঞ্ছিত আমিত্ব বিসর্জন দেয়ার কুরবানী। মানুষের নামাজ, ইবাদত-বন্দেগি, দান-সদকা, এমনকি জীবন-মরণসহ সামগ্রিক বিষয়াদি কেবলই স্রষ্টা সকাশে উৎসর্গ করাই কুরবানীর একমাত্র উপজীব্য। উপরন্তু তাঁরই সন্তুষ্টির মহান লক্ষ্যে চূড়ান্ত ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন এবং কার্যক্ষেত্রে এসবের বাস্তব প্রতিফলনই হচ্ছে ঈদুল আযহার মূল প্রতিপাদ্য। নেতৃবৃন্দ দূঃখ প্রকাশ করে বলেন- প্রায় ২ বছরের কাছাকাছি সময় পর্যন্ত অভিশপ্ত প্রাণঘাতি অতিমারি করোনার তাণ্ডব ও লকডাউনের যাঁতাকলে নিষ্পেষিত দেশ ও জাতি। লকডাউনের নেতিবাচক তথা অশুভ শিকারে পরিণত হয়ে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য-অগণিত মানুষ। যৎকারণে এবারকার ঈদে ব্যবচ্ছেদ ঘটাতে পারে দুস্থ-অসহায়জনদের আকাঙ্খা-প্রত্যাশাতে। তাই সামর্থ্যবান সকলেরই উচিত হবে যে, অসহায়জনদের পাশে দাঁড়ানো। অনস্বীকার্য বাস্তবতা হলো, এখনও অব্যাহত রয়েছে বৈশ্বিক মহামারি অভিশপ্ত করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের তাণ্ডবলীলা। ইতোমধ্যে সংক্রমনের উর্ধমূখীতা ও মৃত্যুহার অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। পূর্ণমাত্রার লকডাউনের পরও ঠেকানো যাচ্ছে না সংক্রমন ও মৃত্যু। এমতাবস্থায় সকলকেই অত্যন্ত সতর্ক ও সচেতনতার পরিচয় দেয়া বাঞ্ছনীয়। নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মীদেরকে জাতীয় জীবনের এহেন বিষ্ফোরোন্মুখ পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতা অবলম্বন তথা একে অপরের খোঁজ-খবর নেয়াসহ সামর্থ্যানুযায়ী অসহায়জনদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করে বলেন-
পবিত্র ঈদুল আযহা সকলের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ। মুছে যাক অতীতের সর্বপ্রকার গ্লানি, দূঃখ, হতাশা। প্রতিটি মানুষের জীবন ভরে উঠুক পূর্ণতায়, হাসি-খুশি ও আনন্দে। শুরু হোক নব উদ্যমে পথচলা। আবারও ঘুরে দাড়াবে বিশ্ব, ঘুরে দাড়াবে দেশ। “ঈদ মোবারক”।।।