ইসলামিক ফ্রন্ট নেতা কামাল উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ–ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
ইসলামিক ফ্রন্ট নেতা কামাল উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ—ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান-মহাসচিব এর বিবৃতি।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সিলেট মহানগর সাধারণ সম্পাদক কামাল উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন- মরহুম কামাল উদ্দীন আমৃত্যু আর্ত মানবতার কল্যাণে অহর্নিশ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন ইসলামের মূলধারা সুন্নীয়তের একজন একনিষ্ঠ সেবক। ছাত্রজীবন থেকে সুন্নীয়তের আদর্শিক আন্দোলন- সংগ্রামের সম্মুখ যোদ্ধা হিসেবে তাঁর বিবিধ কল্যাণধর্মী কর্মযজ্ঞ প্রজন্ম পরম্পরায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সদালাপী ও আপাদমস্তক শিষ্টাচারাবৃত একজন মানুষ।
তাঁর মৃত্যুতে দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর এ শুন্যতা কখনও পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক
মুহাম্মদ মনির হোসাইন।
দপ্তর সম্পাদক
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।