খবরের বিস্তারিত...


আসন্ন শাহরাস্তি উপজেলা নির্বাচনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা জিয়াউল হক রেজভী

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমর্থিত বাংলাদেশের একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতীকে শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে দলীয় প্রতীক চেয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক রেজভী।

মাওলানা মোহাম্মদ জিয়াউল হক রেজভী’র একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা শাখা সাবেক সহ-সভাপতি, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখা সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। তম্মধ্যে আলা হযরত ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ শাহারাস্তি উপজেলা শাখার সাবেক সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। পারিবারিক সূত্রে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি শাহরাস্তি উপজেলার ভডুয়া পশ্চিম পাটওয়ারী বাড়ীর বাসিন্দা।

[related_post themes="flat" id="1647"]