ঢাকায় অধ্যাপক আ.মা.ম. মুবিন এর ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকায় অধ্যাপক আ.মা.ম. মুবিন এর ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সম্মানিত যুগ্ম-মহাসচিব ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ একেএমবি ট্রাস্ট এর সচিব অধ্যাপক আ.মা.ম. মুবিন (রহঃ) এর প্রথম ইন্তেকাল বার্ষিকীতে ঢাকায় আঞ্জুমানে হেলালীয়া দরবার শরীফে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সম্মানিত যুগ্ম-মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালী হুজুরের ছদারতে আজ ১০ জুন রাত ৯.২০ মি. এশার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর অর্থসচিব এডভোকেট শাহীদুল আলম রিজভী, দপ্তর বিষয়ক সহ-সচিব এম এম নাঈম উদ্দীন, মালানা এহসানুল হক হেলালী, মাওলানা আবদুর রহমান নূরী, দেশসেরা শিশু হাফেজে কুরআন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী ও অন্যান্যরা।
[related_post themes="flat" id="1630"]