খবরের বিস্তারিত...


মসজিদুল আকসায় হামলার তীব্র প্রতিবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান -মহাসচিবের বিবৃতি

মে 14, 2021 বিবৃতি

 

মসজিদুল আকসায় মুসল্লীদের উপর হামলা সভ্যতার গালে প্রচণ্ড চপেটাঘাত–ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সম্প্রতি ফিলিস্তিনে মসজিদুল আকসায় নামাজরত অবস্থায় নিরীহ-নিরস্ত্র মুসল্লীদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলাকে জাতিগত নিধনযজ্ঞ বলে অভিহিত করেন।

নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন- মিত্রশক্তি মার্কিনীদের মদদপুষ্ট হয়ে শতাব্দী কাল ধরে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে বর্বর ইসরাইল।ফিলিস্তিন-শাসিত গাজা উপত্যকায় ইসরায়েলের একতরফা বর্বরোচিত হামলা সভ্যতার গালে প্রচণ্ড চপেটাঘাত। যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পবিত্র রমজান মাসে মুসলিমদের উপর এ নৃশংসতা কোনভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় বিশ্ব মুসলিম এর হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। ক্ষোভে ফুঁসছে তাবৎ মুসলিম দুনিয়া। এধরণের বর্বরতা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী সাম্প্রদায়িক হানাহানি ছড়িয়ে পড়বে বলে আশংকা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ জাতিসংঘের মার্কিন তোষন নীতিরও কঠোর সমালোচনা করেন। এক্ষেত্রেে জাতিসংঘের নির্বিকার ভূমিকা বিশ্ব মুসলমানদের আহত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধে জাতিসংঘকে সক্রিয় দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ওআইসি,আরবলীগ সহ সকল মুসলিম দেশকে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার ভূমিকায় এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।

[related_post themes="flat" id="1601"]