স্মরণীয় রমাদ্বানঃ ৬ রমজান— কলামিস্ট মুহাম্মদ শাহীদ রিজভী
উপমহাদেশে ইসলাম এর জয়পতাকা বহনকারী প্রথম মুসলিম সেনাপতি, ১৭ বছর বয়স্ক ইমাদউদ্দিন মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফী ৯২ হিজরীর ৬ রমাদ্বান জাহাজযোগে প্রথম সিন্ধে অবতরণ করেন। কিছু বর্ণনায় ১০ রমজান বলে উল্লেখ করা হয়েছে। তবে রমজানের প্রথম দশকেই এ ঘটনা সংঘটিত হয়।
❤️❤ আহলে বায়তের কাছে আমরা কেন কৃতজ্ঞঃ প্রসঙ্গ ভারতে ইসলাম…❤️❤
বর্তমান বিশ্বের অন্যতম খ্যাত সুফি শায়খ ডঃ আল-সাইয়্যিদ মুহাম্মদ বিন ইয়াহিয়া আল-নিনোভী (হাফিদাহুল্লাহ) বলেছেন,
“শোকাবহ কারবালা থেকে মদীনা আল-মুনাওয়ারওয়াহ ফিরে আসার পরে সাইয়্যিদুনা ইমাম সাজ্জাদ হযরত আলী জয়নুল আবিদীন বিন ইমাম হুসাইন (রাঃ) মদীনায় ক্রীতদাস কিনে নিতেন। তিনি তাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষাদানে নিবিড় পরিচর্যা করতেন এবং শিক্ষাদানের পর তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দিতেন।
অনেক আলিম জানিয়েছেন যে সৈয়দুনা হযরত ইমাম জয়নুল আবেদীন আলাইহিস সালাম দশ হাজারের বেশি ক্রীতদাসকে শিক্ষা দিয়েছিলেন এবং তাদের মুক্ত করেছিলেন। সাইয়্যদুনা ইমাম জয়নুল আবেদীন (রাঃ) এর কাজের অন্যতম ফল হ’ল মুহাম্মদ ইবনে-উল-কাসিম আসসাকাফি, যিনি শেষ পর্যন্ত (ইসলামের দাওয়াত নিয়ে) ভারতবর্ষ জয় করেছেন। ইমাম জয়নুল আবদীনের কাজের ফল থেকে ভারত এখনও ইসলামের নূরে সাঁতার কাটছে।”
—__–__–__–__—__–__–__–__—__–__–__–__—__–__–__
মুহাম্মদ শাহীদ রিজভী,
আইনজীবী ও সমাজকর্মী,
৬ রমাদ্বান, ১৪৪২ হিজরী,
৬ বৈশাখ, ১৪২৮ বাংলা,
১৯ এপ্রিল, ২০২১ ঈসায়ী,
সোমবার, ঢাকা।
সূত্রঃ ওয়েবসাইট ও বিভিন্ন ঐতিহাসিক সূত্র অবলম্বনে ইংরেজি থেকে অনূদিত ও সংকলিত।
ইনসেটেঃ মুহাম্মদ বিন কাসিম এর পোর্ট্রেইট ও সিন্ধ অভিযানের কল্পচিত্র।
[related_post themes="flat" id="1590"]