খবরের বিস্তারিত...


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন –ইসলামিক ফ্রন্ট

মার্চ 28, 2021 সাংগঠনিক খবর

সাফল্য ধরে রাখতে হলে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা অব্যাহত রাখতে হবে–মহানগর ইসলামিক ফ্রন্টের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর আলোচনা সভায়-অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল ইসলাম অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন-মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন বাঙালির জাতীয় জীবনে একটি মাইলফলক। বিশ্ব জাতিসত্তার ইতিহাসে বাংলাদেশ আজ অনন্য উচ্চতা ও মহান গৌরবে দেদীপ্যমান।
অনস্বীকার্য বাস্তবতা হলো,স্বাধীনতার অর্ধ শতাব্দীর মধ্যে দেশের ঝুলিতে অসংখ্য প্রাপ্তির সংযোগ ঘটেছে। তথাপি এখনও কিন্তু গণ আকাঙ্খা গুমরে মরছে। অর্থনৈতিক অব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট শ্রেণী বরাবরই আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। আর অভাব-দারিদ্রতায় জর্জরিত হয়ে মানবেতর জীবন যাপন করছে আরেকটি শ্রেণী। এহেন বৈষম্যে সর্বপ্রকার অর্জনই আজ প্রশ্নবিদ্ধ । দেশে আশাতীত উন্নয়নযজ্ঞ হচ্ছে ঠিকই কিন্তু সে তুলনায় কর্মসংস্থান হচ্ছে না। ফলে এখনও বেকারত্বের হার বর্ধিষ্ণু। যার পরিসংখ্যান দেখলে পিলে চমকে যায়। অতএব, অর্জিত সাফল্যকে সুদৃঢ় ও সুসংহত করতে হবে। যেজন্য গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা অব্যাহত রাখতে হবে। দুর্ণীতির মুলোৎপাটন করতে হবে। কেননা উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে দুর্ণীতি অন্যতম প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এছাড়া একটি স্বচ্ছ,জবাবদিহিমূলক,পেশাদার ও দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন-বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। শিল্পায়নের ক্ষেত্রে বিদেশীদের পছন্দের তালিকায় শীর্ষে এদেশ। ভৌগোলিক অবস্থা ও সহজলভ্য শ্রমিকের কারণে বিদেশীদের নজর বাংলাদেশ এর দিকে। বাংলাদেশ এর এ অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে উন্মুখ হয়ে আছে বিদেশীরা। তাই বিদেশী বিনিয়োগ আকর্ষনে উদ্যোগী হতে হবে। যেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, শ্রম খাতে নৈরাজ্য বন্ধ করা,প্রযুক্তিগত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা, যাতায়াত ব্যবস্থা ও ভৌত অবকাঠামোর উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ,গ্যাস সরবরাহ সুনিশ্চিত করা,সর্বোপরি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে আমলাতান্ত্রিক জটিলতা দুর করতে কার্যকর পদক্ষেপে এগিয়ে আসতে হবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অদ্য 26 মার্চ 21 ইং শুক্রবার বিকল 2টায় দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল ইসলাম অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা মঈনউদ্দীন সঞ্জরী, এইচ,এম সাদেক,হাফেজ আনোয়ারুল ইসলাম খান,আলহাজ্ব ইলিয়াস খান ইমু, আলাউদ্দীন আল আযাদ ও এস এম আবু সাদেক ছিটু প্রমূখ।

[related_post themes="flat" id="1554"]