খবরের বিস্তারিত...


আসন্ন ইউপি নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ করার আহ্বান– হামেদ হোসাইন

ফেব্রু. 27, 2021 সাংগঠনিক খবর

২৬-২-২১ খ্রিস্টাব্দ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার “দ্বি বার্ষিক কাউন্সিল অধিবেশন সংগঠনের সভাপতি স ম শওকত আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুসলিম উদ্দিন আনোয়ারীর সঞ্চালনায় দলীয় কার্যালয় বটতলী আসহাব মঞ্জিলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি জননেতা স ম হামেদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা উঠে যাচ্ছে। প্রত্যেক নির্বাচনে পেশীশক্তি ব্যবহারের কারণে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না। সর্বমহলে আতঙ্ক বিরাজমান। এমন পরিস্হিতি চলমান থাকলে অদূর ভবিষ্যতে ভোটার খোঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। তাই আসন্ন ইউপি নির্বাচনে সিইসিকে সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করার আহ্বান জানান। যাতে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরে আসে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ- সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ শিকদার , নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ- সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ সাদা। এতে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্টের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ডেলিকেটবৃন্দ । সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জনাব স ম শওকত আজিজকে সভাপতি,মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল ক্বাদেরীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুফিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়।

[related_post themes="flat" id="1534"]