ফ্রান্সের পন্য বয়কটের ঘোষণা দিলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
ময়দানে এদেশের ১৬ কোটি সুন্নি মুসলমান যদি গর্জে উঠে ফ্রান্স কেন অন্য যত বড় শক্তিশালী দেশ হোক না কেন এদের কোন অস্তিত্ব আমার বাংলাদেশে রাখা যাবেনা–– আল্লামা সাইয়্যিদ বাহাদুর শাহ মুজাদ্দেদী।
আল্লামা সাইয়্যিদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর নেতৃত্বে চাঁদপুরের সকল পীর-মাশায়েখের সমন্বয়ে বিশাল জশনে জুলুছ পরবর্তী ঈদে মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি সরকারকে উদ্দেশ্যে করে বলেন—–
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন ফ্রান্স সরকারের কাছে দাবি জানায় এ ধরণের নাক্কারজনক কর্মকাণ্ড যেন সে দেশের নাস্তিকরা বন্ধ করে।
এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় ভাইস চেয়ারম্যান আল্লামা শাহ নাদিমুর রশিদ আল কাদেরী,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালি, চান্দ্রা দরবারের পীর ছাহেব আল্লামা ডঃ এস এম হুজ্জাতুল্লাহ নক্সেবন্দী,চট্রগ্রাম নগর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি জননেতা মুজিবুল হক শুক্কুর, পীরজাদা নাজমুল হক আখন্দ সহ চাঁদপুরের ৩৭ টি দরবারের পীর ছাহেব কেবলা ও সুন্নীনেতারা বক্তব্য রাখেন।।।
মিলাদ-কিয়ামের পরে আখেরী মুনাজাত করেন,ঘনিয়া দরবারের পীর ছাহেব কেবলা।
[related_post themes="flat" id="1487"]