
পণ্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং জোরদারসহ দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন–ইসলামিক ফ্রন্ট
পণ্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং জোরদারসহ কঠোর পদক্ষেপে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ–– নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে অনুষ্ঠিত মানববন্ধনে -অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেদ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান বলেছেন-দেশ ও জাতি এখন গভীর সংকটকাল অতিক্রম করছে। একদিকে বৈশ্বিক মহামারি অভিশপ্ত করোনা ভাইরাসের অশুভ শিকারে পরিণত হয়ে অসংখ্য মানুষ কর্মহীন অবস্থায় অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে। অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি জনজীবনে ত্রাহি অবস্থার সৃষ্টি করেছে। ইতোমধ্যেই চাল-ডাল,তরি-তরকারীর মূল্য আকাশচুম্বী। যা ভোক্তা শ্রেণীর ক্রয় ক্ষমতার বাইরে। নিত্য পন্যের স্বাভাবিক সরবরাহ অব্যাহত থাকলেও বাজারের দৃশ্যমান অস্থিরতা ও অস্বাভাবিক আচরণ জনমনে ক্ষোভের সঞ্চার করছে। তাই পণ্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং জোরদারসহ কঠোর পদক্ষেপে এগিয়ে আসার উপর তিনি গুরুত্বারোপ করেন।
আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন-দেশব্যাপী নারী-শিশু ধর্ষন, বলাৎকার, খুন-রাহাজানিসহ ইত্যাকার গর্হিত কর্মকান্ড সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে। নৈতিকতার স্খলন ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে সর্বত্র। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। একটি স্বাধীন রাষ্ট্রে নাগরিক নিরাপত্তাহীনতা কোনভাবেই কাম্য হতে পারে না। ক্রমবর্ধমান ধর্ষন, বলাৎকার দেশের আইন-শৃংখলা পরিস্থিতির দূর্বল চিত্রেরই বহিঃপ্রকাশ। কোন অপরাধী গ্রেপ্তার হলে আইনের অপপ্রয়োগ ও ত্রুটি-বিচ্যুতির কারণে আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে। যেজন্য আইনের শাসন প্রশ্নবিদ্ধ হওয়া ছাড়াও দেশের বিচার ব্যবস্থার উপর জনগনের ক্রমাগত আস্থার সংকট তৈরি হচ্ছে। তাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন কার্যকর করা সময়ের দাবি।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অদ্য ১১ অক্টোবর- ২০২০ইং, রোববার বিকেল 4টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেদ্রীয় যুগ্ন মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেদ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, সহ সভাপতি আলহাজ্ব আক্কাস উদ্দীন খোন্দকার, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা কাজী মফিজুর রহমান, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম,মাওলানা শেখ আহমদ, পীরজাদা শামসুদ্দীন হাবিবী,ডাঃ হাসমত আলী তাহেরী, আলহাজ্ব মাসুদ করিম চৌধুরী, হাফেজ আনোয়ারুল ইসলাম খান, মোহাম্মদ দিদারুল আলম প্রমূখ।
[related_post themes="flat" id="1480"]