
আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
মুফতি আলাউদ্দীন জিহাদীর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শায়খ আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশীদ আল কাদেরী (মাঃ জিঃ আঃ) এর নেতৃত্বে চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারন সম্পাদক ছাত্রনেতা ছৈয়দ মুহাম্মদ গোলাম হায়দার হাসিব, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ইসলামিক ফ্রন্ট নেতা মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী, মাও মনসুর আহমদ রাজাপুরী।
বিক্ষোভ সমাবেশে ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার সর্বস্তরের দায়িত্বশীল এর পাশাপাশি আওয়ামীলীগ, বিএনপি,যুবলীগ, ছাত্রলীগ, সহ চান্দিনার সর্বদলীয় সুন্নীজনতা উপস্থিত ছিলেন।
পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়।