খবরের বিস্তারিত...


বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

মে 31, 2020 বিবৃতি

কভিড-১৯ বিপর্যস্ত অবস্থায় লকডাউন শিথিল করে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, যখন দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে দেশের সাধারণ মানুষ সম্পূর্ণরুপে আয়হীন ও কপর্দকহীন হয়ে পড়েছে ঠিক সে সময় গণপরিবহনের বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকারী প্রতিষ্ঠান বিআরটিএ। মানুষ আয় রোজগারহীন নয় শুধু, কভিড-১৯ দুর্যোগে সাধারণ মানুষ সঞ্চিত অর্থশূণ্য হয়ে খাদ্য সংকটে পড়েছে। এমন দুর্যোগ মোকাবেলায় অন্যান্য রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে পরামর্শ না করে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির ফলে সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে। পূর্ব অভিজ্ঞতা বলে এদেশে বাস ভাড়া ও পণ্যমূল্য একবার বৃদ্ধি পেলে আর কমানো হয় না। বর্তমানে গাড়ীর মালিকদের সুবিধা দিতে গিয়ে সাধারণ মানুষের উপর যে জুলুম চাপানো হচ্ছে, তা সহ্য করা হবে না। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের এমন অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করে সকলের সুবিধার্থে বাস ভাড়া পূর্ববৎ বজায় রেখে কভিড-১৯ কালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে গণপরিবহনে এক যাত্রীর অনুকূলে দুটো আসন বরাদ্দ ও পূর্বনির্ধারিত হারে দুই আসনের ভাড়া গ্রহণ করতে বাসমালিক ও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

[related_post themes="flat" id="1394"]