
করোনা ভাইরাস’র প্রকোপে গৃহবন্দী মানুষের ঘরে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন
করোনা ভাইরাস’র প্রকোপে গৃহবন্দী মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন
করোনা ভাইরাস (Covid-19)’র প্রকোপে গৃহবন্দী হয়ে থাকা মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (মা.জি.আ)।
ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বলেন- করোনা ভাইরাস নামক এই মহামারি গোটা পৃথিবীর প্রায় দুই শতাধিক দেশের মানুষকে গৃহবন্দী হতে বাধ্য করেছে।মানব সভ্যতার সকল জ্ঞান-বিজ্ঞান পর্যন্ত এই মহামারি রোগের প্রতিষেধক আবিষ্কার করতে কোন কুলকিনারা খুঁজে পাচ্ছে না আজ।প্রচন্ড ক্ষমতার দাপটে যারা পৃথিবীকে শাসন করেছে তারাও আজ হতাশার গ্লানি নিয়ে মহান আল্লাহর রহমতের উপর ভরসা করতে হচ্ছে।করোনা ভাইরাসের প্রকোপে যখন গোটা পৃথিবী,বিশেষ করে কেটে খাওয়া বাংলাদেশের গরীব দুঃস্থ অসহায় মানুষগুলো যখন প্রচন্ড খাদ্য সংকটে নিমজ্জিত তখনই এদেশের গণমানুষের রাজনৈতিক ঠিকানা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার মতো মহান উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ সময় তিনি ইসলামী ছত্রসেনা চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইসলামী ছাত্রসেনা ডবল মুরিং থানা শাখাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে এই জাতীয় মানবিক কাজে ছাত্রসেনার নেতাকর্মীদের আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ দেন।
উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক,সাধারণ সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক বাদশা রাফি,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল,অর্থ সম্পাদক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার চৌধুরী রাহিব,প্রচার সম্পাদক মুহাম্মদ রবিউল হোসাইন মিয়াজি প্রমুখ।