
২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচন স্থগিত করার দাবীতে স্মারকলিপি প্রদান
করোনা ভাইরাস’র আতংকে আতংকিত বিশ্ব, তাই ২৯ মার্চ ২০২০ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনের তারিখ পিছানোর জন্য নির্বাচন কমিশন বরাবরে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার’র মাধ্যমে ষ্মারক লিপি প্রদান করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম চসিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, এম মহিউল আলম চৌধুরী, এম মাইনুূ্দ্দীন চৌধুরী হালিম, ও কাজি সুলতান আহমদ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচনী প্রচারণায় অনেক সতর্কতা অবলম্বন করছি। গত দুইদিন আগে থেকে নির্বাচনী প্রচারণা সীমিত করেছি।
চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ২৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে পরবর্তীতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী হলে নতুন তারিখ নির্ধারণ করার দাবি জানান।
[related_post themes="flat" id="1363"]