চসিক নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে লড়বেন ইসলামিক ফ্রন্ট প্রার্থী এম ওয়াহেদ মুরাদ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। এতে চেয়ার প্রতীক পেয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ।
সোমবার (০৯ই মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চসিক নির্বাচনে চট্টগ্রাম সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়।
মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আজ থেকে ভোটের যুদ্ধ মাঠে চলে যাচ্ছে। ভোট একটি উৎসব। কোনো প্রার্থীকে আচরণবিধির বাইরে যেতে দেয়া যাবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
[related_post themes="flat" id="1349"]