খবরের বিস্তারিত...


ইসলামিক ফ্রন্টের মেয়র প্রার্থী এম ওয়াহেদ মুরাদ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক) নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার সকালে নগরের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চসিক নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ০১ই মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ০৮ মার্চ এবং প্রতীক বরাদ্দ ৯ মার্চ।

গত ২৭ ফেব্রুয়ারী মেয়র পদে ৯ জন, ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন এবং ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।

প্রথমবারের মত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ২৯শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে

[related_post themes="flat" id="1345"]