খবরের বিস্তারিত...


চসিক নির্বাচনে চেয়ার প্রতীকের মেয়র প্রার্থী এম ওয়াহেদ মুরাদ

ফেব্রু. 24, 2020 নির্বাচনী সংবাদ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন–২০ এ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (নিবন্ধন নং-৩০) এর চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রবীন রাজনীতিবিদ সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কফিল উদ্দীন এর পুত্র আলহাজ্ব মাওলানা এম ওয়াহেদ মুরাদ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের গৃহীত এক সিদ্ধান্তে দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতার  নিমিত্তে তাঁকে মনোনয়ন প্রদান করা হয়। উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম নগর এর ভুমিপুত্র বাকলিয়ার কৃতি সন্তান সাবেক এম পি মরহুম আলহাজ্ব কফিল উদ্দীন এর পুত্র। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল স্নাতকোত্তর  সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে তিনি অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর যুগ্ন সাধারণ সম্পাদক। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মতাদর্শালোকে গঠিত ইসলামী ছাত্রসেনার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য যে, তিনি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরীক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা  করেন। তিনি একজন নিষ্ঠাবান আলেমেদ্বীন ও সক্রিয় রাজনীতিবিদ।

[related_post themes="flat" id="1324"]