
শেষ মুহূর্তের প্রচারণায় ব্যাস্ত ইসলামিক ফ্রন্ট প্রার্থী আল্লামা ফরিদ উদ্দীন
আগামী ১৩ই জানুয়ারী উপনির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের ইসলামিক ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন’র সমর্থনে আজ সকাল থেকে রাত পর্যন্ত সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার নেতা, কর্মী ও সমর্থকরা।
সংক্ষিপ্ত পথসভায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন সংসদীয় আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন, এবার চেয়ার প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার আগামী ১৩ তারিখ ব্যালটের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই। আমি নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করব, ইনশাআল্লাহ।
[related_post themes="flat" id="1312"]