চট্টগ্রাম ৮ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন
চান্দগাঁও-বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। জনগণের ভোটে সাংসদ নির্বাচিত হলে তিনি এসব ইশতেহার বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ।
উল্লেখ্য ইশতেহারে যা রয়েছে কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করা এবং প্রতিটি গ্রামে আধুনিক নগর প্রতিষ্ঠা, তরুণদের শ্রম ও মেধার সৃজনশীল বিকাশে পদক্ষেপ গ্রহণ।মসজিদ, ঈদগাহ মাঠ, মন্দির, এতিমখানা, খানকা শরিফসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে চলমান সহায়তার পরিমাণ বৃদ্ধিকরণ, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসায় মহানগরের মানের উন্নত শিক্ষাব্যবস্থা চালুকরণ, নারী-পুরুষের বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত এলাকা প্রতিষ্ঠা করা, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিমালা চলমান রেখে মাদকমুক্ত জনপদ গড়ে তোলা, বিদ্যমান খেলার মাঠ উন্নয়ন করা সহ একটি স্বাধীন পরমতসহিষ্ণু পারস্পরিক শ্রদ্ধাবোধসম্পন্ন জ্ঞানভিত্তিক সমাজ, জনপদ গড়ে তুলবো।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থীর ইশতেহারকে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ ভোটাররাও স্বাগত জানিয়েছেন।
[related_post themes="flat" id="1308"]