
ইসলামিক ফ্রন্ট প্রার্থী আল্লামা ফরিদ উদ্দীন’র সমর্থনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচন সামনে রেখে (৪ই জানুয়ারি ) শনিবার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন’র সমর্থনে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বিকেল ৩ টায় বোয়াল খালী সদর অবস্থিত পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সাহেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের ইসলামিক ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন ।
বক্তব্য রাখেন দলের জেলা উপজেলা নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
কর্মী সম্মেলনে দলের প্রার্থী সৎ,ত্যাগী ও পরিশ্রমী রাজনীতিবিদ চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের মাটি ও মানুষের আপনজন, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনকে আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে নেতা কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।