নুসরাত জাহান রাফির শোকাহত পরিবারের পাশে ইসলামিক ফ্রন্ট মহাসচিব আল্লামা জুবাইর
নুসরাত জাহান রাফির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর।
আজ ১৩ এপ্রিল নুসরাতের গ্রামের বাড়িতে যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর । এ সময় তিনি এই ঘৃণ্য হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। তিনি নুসরাতের দাদা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বাবা মাওলানা মুসা, তার মা ও ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সান্ত্বনা দেন এবং সমবেদনা প্রকাশ করেন। শেষে সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামে নুসরাতের কবর জিয়ারত করেন আল্লামা জয়নুল আবেদিন জুবাইর। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ।
গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানীর মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।
পরে আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যায়।
[related_post themes="flat" id="1268"]