
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগ করতে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান
ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট এম. আবু নাছের তালুকদার বলেছেন, আগামীতে ভোটের অধিকার আদায়ে ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার সর্বস্তরের নেতাকর্মীদের আরো সাহসী ভূমিকা রাখতে হবে, তা না হলে এদেশে গণতন্ত্র চর্চা থেকে জনগণ বঞ্চিত হবে। তাই আগামী উপজেলা নির্বাচনে প্রত্যেকটি উপজেলায় নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগ শতভাগ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গত ২ ফেব্রুয়ারি বিকেলে ইসলামিক ফ্রন্ট উত্তর জেলার সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উত্তর জেলা সভাপতি অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদের সভাপতিত্বে জয়নাল আবেদীন জেহাদীর সঞ্চালনায় পর্যালোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব এইচ. এম. মুজিবুল হক শুক্কুর। মুহাম্মদ আজমের কোরআন তেলাওয়াত ও মিছবাহুল ইসলামের নাতে রাসূলের (দ.) মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ছৈয়দ মো. জসিম উদ্দীন তৈয়বী, মাওলানা নিজাম উদ্দীন আলকাদেরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মোজাম্মেল হোসেন, কাজী আহছানুল আলম, এডভোকেট মীর ফেরদৌসুল আলম সেলিম, মাওলানা আব্দুল মান্নান, এম. জহির উদ্দীন লতিফি, জাফর উল্লাহ, সৈয়দ মো. আবু রায়হান, মাওলানা কাজী শফিউল আজম, মো. তৌহিদুল আলম মুন্সি, লায়ন কাজী আলাউদ্দীন আজাদ প্রমুখ।
সভাশেষে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ার মার্কা নিয়ে হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকু-, মীরসরাই সংসদীয় আসনে যারা সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।