চট্টগ্রাম-১১আসনে চেয়ার প্রতীকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগ্রাবাদ সিডিএ ১ নং রোডে নির্বাচন পরিচালনা করার লক্ষে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেংগা) আসনের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর নির্বাচনী ক্যাম্প গত বাদে জুমা উদ্বোধন করা হয়েছে।
এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর বলেন, দেশ ও জনগণের উন্নয়নে চেয়ার প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থীদের চেয়ার প্রতীকে বিজয় করতে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি দেশের সাধারন ভোটাররা রাস্তায় নেমেছে।গণসংযোগে গেলে তারা বুকে জড়িয়ে ধরছে।সাধারন ভোটাররা ইসলামিক ফ্রন্ট প্রার্থীদের চেয়ার প্রতীকে ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহ দেখাচ্ছে। তিনি আরো বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থীরা প্রচার প্রচারণায় সাধারন মানুষের মধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছেন। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৩০শে ডিসেম্বর রবিবার সকাল থেকে সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে চেয়ার প্রতীকে ভোট দিয়ে ইসলামিক ফ্রন্ট প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করার আহ্বান করেন।
এসময় দলীয় নেতা কর্মী ও চট্টগ্রাম-১১(বন্দর-পতেঙ্গা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
[related_post themes="flat" id="1241"]