খবরের বিস্তারিত...


চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামিক ফ্রন্ট’র প্রার্থীরা

চট্টগ্রামের ১৬টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহকারী নেতাকর্মীদের মধ্যে দলের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সীতাকুণ্ড এবং বন্দর পতেঙ্গা আসন থেকে ফরম নিয়েছেন। সীতাকুণ্ড থেকে আবার মোজাম্মেল হকও নিয়েছেন। নগর কমিটির সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর ডবলমুরিং-হালিশহর থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া বাঁশখালীতে এম মহিউল আলম চৌধুরী এবং বশির আহমদ, কোতোয়ালীতে ওয়াহিদ মুরাদ, চান্দগাঁও-বোয়ালাখালীতে এম সোলাইমান ফরিদ, রাঙ্গুনিয়ায় এম আহমদ রেজা, ফটিকছড়িতে এডভোকেট ফেরদৌস আলম সেলিম, হাটহাজারীতে অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, রাউজানে এডভোকেট এম আবু নাছের তালুকদার, মিরসরাইয়ে মাওলানা আবদুল মান্নান, সাতকানিয়ায় মাওলানা নাছিরুল হক রিজভী, পটিয়ায় এম. মঈনুদ্দিন চৌধুরী হালিম, চন্দনাইশে জানে আলম, সাতকানিয়ায় মাওলানা নাসিরুল হক চিশতী নির্বাচন করবেন।

দলের চেয়ারম্যান আওলাদে রসূল (দঃ) সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী  চাঁদপুর-৫ আসনে নির্বাচন করতে চাচ্ছেন। মহাজোট আসনটি ছেড়ে দিলে দেশের অন্য আসনগুলো থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারে। তবে গতকাল পর্যন্ত মহাজোটের পক্ষে কোন সিদ্ধান্ত না আসায় চট্টগ্রামসহ সারাদেশে শতাধিক আসনের দলীয় প্রার্থীরা ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জোটের কাছে অন্যান্য আসনের ন্যায় চট্টগ্রামের চারটি আসন চাওয়া হয়েছে। সারাদেশের শতাধিক আসনে নির্বাচন করার প্রস্তুতি নিলেও ইসলামিক ফ্রন্ট জোটের কাছে ২০টি আসন নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে ।

[related_post themes="flat" id="1180"]