
চট্টগ্রাম-৫ হাটহাজারীতে ইসলামিক ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
হাটহাজারী ইসলামিক ফ্রন্ট মনোনীত আহলে ছুন্নাত ওয়াল জামাত সমর্থিত আগামী একদাশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ার মার্কার সমর্থনে চট্টগ্রাম-৫ হাটহাজারী নির্বাচনী এলাকা হতে শিক্ষাবিদ ছৈয়দ হাফেজ আহমদের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা গত ১৭ নভেম্বর মাওলানা ছৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারী মো. সাইফুর রহমান সাগরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, বক্তব্য রাখেন যথাক্রমে আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, মো. ইউসুফ, এস.এম হাসান মাসুদ মেম্বার, মোঃ নুর হোসেন, মো. ফোরকান, এস.এম ইকবাল, মো. এসকান্দর, মো. আজম উদ্দীন, ছাত্রনেতা, গিয়াদ উদ্দীন, ইঞ্জিনিয়ার রাসেল প্রমূখ। পরিশেষে আলহাজ এস.এম সিরাজ উদ্দীন তৈয়বীকে প্রধান সমন্বয়ক মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী ও মাওলানা ছৈয়দ জাহাঙ্গীর আলমকে যুগ্ম-সমন্বয়ক, এম সাইফুর রহমান সাগরকে সদস্য সচিব ও আলহাজ্ব নাছির উদ্দীনকে যুগ্ন সচিব করে সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট একটি হাটহাজারী উপজেলার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।