খবরের বিস্তারিত...


চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামিক ফ্রন্ট প্রার্থী মাওলানা জানে আলম নেজামী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিস থেকে আজ চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক  মাওলানা জানে আলম নেজামী । এই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলার ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন ।

তিনি চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন ।ইতিমধ্যে তিনি নিজ সংসদীয় আসনে বিভিন্ন সভা সেমিনার করে আসতেছেন ।

মাওলানা জানে আলম নেজামী বলেন, এলাকার মানুষের জন্য কাজ করতে চান তিনি। তিনি নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য নিজ সংসদীয় আসনে দলীয় ব্যানারে গণসংযোগ করেন।

[related_post themes="flat" id="1168"]