
চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব আল্লামা জুবাইর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ৪(সীতাকুণ্ড, আকবর শাহ,পাহাড়তলি) আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সাহেবের পক্ষ হতে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন চট্টগ্রাম-৪ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ যথাক্রমে- মাওলানা নিজাম উদ্দীন আল কাদেরী,মাওলানা ডাঃ হাসমত আলী তাহেরি, মোজাম্মেল হোসেন,আলহাজ্ব ইলিয়াছ খাঁন ইমু,মাওলানা জিয়াউল হক বিপ্লবী,আব্দুল মন্নান জিকু,ইন্জিঃ কাজী শাব্বির আহাং,মুহাং ওমর ফারুক,মুহাং ইউনুছ প্রমুখ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব জননেতা আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব চট্টগ্রাম পাহাড়তলি স্নাবনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার দীর্ঘদিন যাবত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।
তিনি নির্বাচনী এলাকায় মাদ্রাসার অধ্যক্ষ ও প্রখ্যাত ইসলামী স্কলার হিসেবে ব্যাপক পরিচিত।