চট্টগ্রাম-১২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ইসলামিক ফ্রন্ট প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী হালিম
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে সহকারী রিটার্র্নিং কর্মকর্তা জনাব হাবিবুল হাসান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী পটিয়া উপজেলা ইসলামিক ফ্রন্ট সভাপতি আলহাজ্ব এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম বলেছেন, দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি মাইলফলক। যা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও প্রতিদ্ধন্ধিতাপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,- এজন্য ইসিকে সকল অশুভ প্রভাব-বলয়ের উর্ধ্বে উঠে অধিকতর দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে। এছাড়াও মনোনয়ন গ্রহণকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিবার্চনে আচরণবিধি লঙ্ঘিত না হওয়ার বিষয়েও তিনি আশ্বস্থ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম অদ্য ১২ নভেম্বর ২০১৮ইং সোমবার বেলা ১২টায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব হাবিবুল হাসান থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষে তাঁর মনোনয়ন ফরম গ্রহণ করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী জসিম উদ্দিন, ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্ট নেতা শহিদুল্লাহ সাদা, পটিয়া উপজেলা ইসলামিক ফ্রন্ট এর সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হারিস উদ্দিন দৌলতী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু নোমান বাদশা, আলহাজ্ব মোহাম্মদ ইসহাক, কাজী মাওলানা নুরুল আলম, মোহাম্মদ আলমগীর, আবুল হাসেম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইব্রাহীম ও হায়দার আলী প্রমুখ।
[related_post themes="flat" id="1114"]