নির্বাচন সুষ্ঠু হলে ইসলামিক ফ্রন্ট প্রার্থীদের বিজয় নিশ্চিত — ছৈয়দ হাফেজ আহমদ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পূর্ব উপজেলার সাথে চট্টগ্রাম উত্তর জেলা ইসলামিক নেতৃবৃন্দের নির্বাচনী মতবিনিময় সভা গতকাল শনিবার নজুমিয়া হাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ ছৈয়দ হাফেজ আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় তাহলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার মার্কা প্রার্থীদের বিজয় সুনিশ্চিত। তাই এখন থেকে প্রত্যেকটি ওয়ার্ডে সাংগঠনিক কর্মকা- জোরদার করতে হবে।
প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জেহাদী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার যুগ্ম-সম্পাদক মুফতি রফিকুল ইসলাম নিজামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন, মো. লোকমান, হাকিম মেম্বার, মো. ইলিয়াছ, মুজিবুল হক, ইয়াছিন, সৈয়দ ওসমান ও এনামুল হক।
[related_post themes="flat" id="1099"]