
গণভবনে সংলাপে অংশ নিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
গণভবনে সংলাপে অংশ নিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বরাবর প্রেরীত এই চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রী আগামি ৬ নভেম্বর বেলা ২ ঘটিকায় গণভবনে সংলাপে অংশ নিতে বলেছেন। চিঠি প্রধানমন্ত্রী বলেছেন- গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সকল আলোচনার জন্য তার দ্বার উন্মুক্ত।
ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট শাহীদ রিজভী এই চিঠি প্রাপ্তির কথা জানিয়ে বলেছেন- দলের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সংলাপে অংশ নিবে।