খবরের বিস্তারিত...


চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের নির্বাচনী সংলাপে ১৪ দলীয় জোটসহ বিভিন্ন দলের অংশগ্রহণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শনিবার (৩ নভেম্বর) এক  নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ১৪ দলীয় মহাজোটের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), জাতীয় সাম্যবাদী দল, গণ আজাদী লীগ, জাতীয় পার্টি (মঞ্জু), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অংশগ্রহণ করেছে।

চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ আগামী নির্বাচনে মহাজোটের সাথে সমন্বিত ঐক্য গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। সংলাপে আগামী নির্বাচনে সমর্থন-সহযোগিতার ক্ষেত্রে ইসলামিক ফ্রন্ট’র দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

এ প্রসঙ্গে সংলাপের প্রধান অতিথি  চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিগত নির্বাচনে কার্যক্রমের মাধ্যমে ইসলামিক ফ্রন্ট প্রমাণ করেছে মহাজোটে এই দল নিবেদিত, পরীক্ষিত একটি সংগঠন। আপনাদের সমর্থন সহযোগিতায় আওয়ামী লীগ সরকার গঠন করে উন্নয়নের বাংলাদেশ গঠনে কাজ করছে। তবে আগামী নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচন। এই নির্বাচনেও ইসলামিক ফ্রন্টের ঐক্য অটুট থাকবে।

তিনি বলেন, দাবি দাওয়া নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ১৪ দলীয় শরিক দলগুলোর সাথে শীঘ্রই বৈঠকে বসবে। বৈঠকে দলীয় চাওয়া পাওয়া নিয়ে আলাপ আলোচনা হবে। আলোচনায় গৃহিত সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় পর্যায়ে জানানো হবে। কেন্দ্র যে সিদ্ধান্ত গ্রহণ করবে নগর আওয়ামী লীগ তা বাস্তবায়নে কাজ করে যাবে।

সংলাপে সভাপতির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, গত নির্বাচনে মহাজোটের ব্যানারে ইসলামিক ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবারও ইসলামিক ফ্রন্ট চায় যে মহাজোট ক্ষমতায় আসুক। এজন্য সংগঠনের পক্ষ থেকে সমস্ত রকমের সমর্থন সহযোগিতা অক্ষুন্ন থাকবে। মহাজোটের নেতৃত্বে সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে।

সংলাপে আরো অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহসভাপতি এড.ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাম্যবাদী দল নেতা অমূল্য বড়ুয়া, গণ আজাদী লীগ নেতা মজিবুল ইসলাম আশরাফী, জাতীয় পার্টি (মঞ্জু)’র নেতা আজাদ দোভাষ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)’র নেতা জসিম উদ্দিন বাবুল, ন্যাশনাল আওয়ামী পার্টি নেতা মিঠুন দাশগুপ্ত, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, অধ্যক্ষ ইব্রাহিম আফছারী, রাশেদুল ইসলাম রাশেদ, মঈনুদ্দিন চৌধুরী, ওয়াহেদ মুরাদসহ দলীয় নেতৃবৃন্দ।

[related_post themes="flat" id="1071"]