
১০১ আসনে ইসলামিক ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন সংগঠনের মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আবদুস সাত্তার মোজাদ্দেদী, যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, অধ্যক্ষ আ.মা.ম মুবিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর প্রমুখ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে কেন্দ্রীয় কার্যালয় মুখরিত হয়।