মীরসরাইতে ইসলামিক ফ্রন্টের বর্ধিত সভায় মাওলানা আব্দুল মান্নানকে প্রার্থী ঘোষণা
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মিরসরাই উপজেলার বর্ধিত সভা সম্পন্ন হয়েছে । বর্ধিত সভায় মাওলানা মুহাম্মাদ আবদুল মান্নান কে প্রার্থি ঘোষনা করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর ১৮) বিকাল ৩ টায় মীরসরাই পাইলট সরকারী মডেল স্কুলের হল রূমে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সভাপতি অধ্যাপক হাফেজ আহমদ ।
মাওলানা বেলাল হোসেনের আহবানে অনুষ্ঠিত বর্ধিত সভায় উদ্ধোধক ছিলেন মাওলানা আবু সুফিয়ান। বক্তব্য রাখেন, মাওলানা শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা জাকির হোসাইন চৌধুরী, মাওলানা সিরাজ উল্লাহ, মাওলানা ওসমান গনী, মাওলানা মুহাম্মাদ আবদুল মান্নান, মাওলানা মোহাম্মাদ ইব্রাহীম, মাওলানা মোবারকে হোসেন, অধ্যাপক রাসেল মহাম্মদ মহসিন, মাওলানা ইব্রাহীম খলিল, ইসলামী ছাত্রসেনার উপজেলা সভাপতি কামরুল হাসান পারভেজ, সহ-সভাপতি নাজিম উদ্দিন সাধারন সম্পাদক ইকবাল প্রমূখ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলার সভাপতি শাহজাদা মোহাম্মদ জহির উদ্দীন লতিফীর সভাপতিত্বে মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোহাম্মদ আতিক হোসেন ফাহাদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি খ ম জামাল উদ্দীন। বিশেষ বক্তা ছিলেন, বিশেষ বক্তা ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ মিছবাহুল ইসলাম।
সভায় প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সভাপতি অধ্যাপক হাফেজ আহমদ চট্টগ্রাম-১ (মীরসরাই ) সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থি ঘোষনা করেন। তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলার সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবদুল মান্নানকে প্রার্থি হিসেবে পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথি বলেন, আমরা মহাজোটের নির্বাচন করলে বিশটি আসন চেয়েছি। মহাজোট না হলে ১০১ আসনে নির্বাচন করবো। তিনি মিরসরাই নেতৃবৃন্দকে চেয়ার প্রতিকের পক্ষে নির্বাচনি প্রচারনা চালিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দেন।
মাওলানা নিজাম উদ্দিন বলেন, আমরা স্বাধীনতার পক্ষে আছি, থাকবো। ১৯৯৬ সালে ও আমরা আওয়ামীলীগের সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। এখনো আছি। আমরা রাজ পথে কাজ করি ইসলামের জন্য। আমরা দেশের সার্থে যুগপত আন্দোলনে ছিলাম আগামীতেও থাকব ইনশাল্লাহ।
প্রধান বক্তা খ মা জামাল উদ্দিন বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মী, সুন্নি দরবার, আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে চেয়ার প্রতিকের হয়ে কাজ করতে হবে।