
বাকলিয়ার নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ
চট্টগ্রাম ৯ আসনের সম্ভাব্য প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদের সাথে বৃহত্তর বাকলিয়ার নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জনাব জসীম মাহমুদ চৌধুরী, শাহাদাত হোসেন রুবেল, কফিল উদ্দীন রানা, সেলিম উল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান, লিটন, আরাফাত হোসাইন, নেজাম উদ্দিন, জসীম উদ্দীন, ইদ্রিস, আলতাফ হোসাইন, মিশকাত, ইউসুফ সুজন, মুহাম্মদ মোর্শেদুল আলম এবং আরো অনেকে।
বক্তারা আগামী নির্বাচনে জোট- মহাজোট নিয়ে চিন্তা না করে এই আসন থেকে ইসলামিক ফ্রন্ট এর প্রার্থী জননেতা এম ওয়াহেদ মুরাদ কে চেয়ার প্রতীকে বিজয় নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন । আগামী কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম- ৯ আসনে বাকলিয়ার থানার প্রতিটি কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরিচালনা কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করেন ।