
চট্টগ্রাম- ১১ (বন্দর- পতেঙ্গা) আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানা শাখার উদ্যোগে গত ২২শে সেপ্টেম্বর বেলা ৪ঘটিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজ অডিটোরিয়ামে একটি “বর্ধিত সভা”-র আয়োজন করা হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবল মুরিং থানা শাখার সভাপতি ডাঃ আল্লামা হাসমত আলী তাহেরি এবং সঞ্চালনায় ছিলেন উক্ত শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ শাহজাহান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর (মাঃজিঃআঃ)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব এইচ.এম, মুজিবুল হক্ব শুক্কুর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যৌথভাবে চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক এম মহিউল আলম চৌধুরি ও
গাউছিয়া কমিটি বাংলাদেশ ২৭নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন সরকার।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন দক্ষিণ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এইচ এম নাছির উদ্দিন।
এতে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানা নেতৃবৃন্দ যথাক্রমে মাওঃ হাফেজ নিজাম উদ্দিন, মাওঃ নুরুজ্জামান আল ক্বাদেরি, মাওঃ লিয়াকত আলী, হাফেজ আনোয়ারুল ইসলাম খাঁন, মোঃ সরওয়ার উদ্দিন আরমান এবং ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সহ আরো গণ্য মান্য ব্যক্তি বর্গ…
উক্ত অনুষ্ঠানে বক্তাগন সামনে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ মূলক বক্তব্য রেখে বলেন, ” ইনশাআল্লাহ, বন্দরের আসন দিয়েই সংসদে প্রবেশ করে সুন্নিয়তের পতাকা উড়াতে হবে ।
এতে প্রধান অতিথি আরো বলেন, “হোসাইনী জাযওয়াকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। জয় পরাজয় এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত । আমাদের অদম্য ভাবে প্রচেষ্টারত থাকতে হবে।