চট্টগ্রাম দক্ষিনের ৬ টি সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী ১১ প্রার্থী
চট্টগ্রাম দক্ষিন জেলার আওতাধীন ৬ টি সংসদীয় আসনের মনোননয়ন প্রত্যাশীদের মধ্য থেকে বাছাই করে ১১ জনের তালিকা কেন্দ্রীয় পর্ষদের কাছে সুপারিশ করেছে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিন জেলা। কেন্দ্রীয় পর্ষদ ৬ আসনের জন্য ৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়ে শীঘ্রই ঘোষণা করবে।
সুপারিশকৃত প্রার্থীদের তালিকাঃ
বোয়ালখালী-পাচলাইশঃ
১) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন (ভাইস-চেয়ারম্যান,কেন্দ্রীয় পর্ষদ)
২) এম সোলায়মান ফরিদ (সিনিয়র যুগ্ন-মহাসচিব, কেন্দ্রীয় পর্ষদ)
আনোয়ারা-কর্ণফুলীঃ
১) স ম হামেদ হোছাইন (যুগ্ন-মহাসচিব,কেন্দ্রীয় পর্ষদ)
২) এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী (ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক)
পটিয়াঃ
এ এম মাঈন উদ্দীন চৌধুরী হালিম (সভাপতি,পটিয়া উপজেলা)
চন্দনাইশঃ
১) কাজী মফিজুর রহমান (সদস্য,কেন্দ্রীয় পর্ষদ)
২) মাওলানা জানে আলম নেজামী (সহ-সাংগঠনিক সম্পাদক,চট্টগ্রাম দক্ষিন জেলা)
বাঁশখালীঃ
১) মহিউল আলম চৌধুরী (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম নগর)
২) মাওলানা বশির আহমদ (সভাপতি, বাঁশখালী উপজেলা দক্ষিন)
সাতকানিয়া-লোহাগাড়াঃ
১) পীরে তরিকত আল্লামা নাছেরুল হক চিশতী (ভাইস-চেয়ারম্যান, কেন্দ্রীয় পর্ষদ)
২) মাওলানা বদরুল হক চিশতী (প্রকাশনা সম্পাদক,চট্টগ্রাম দক্ষিন)