খবরের বিস্তারিত...


চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী এম ওয়াহেদ মুরাদ

সেপ্টে. 13, 2018 সাংগঠনিক খবর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে তৎপরতা। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হলো চট্টগ্রাম–৯ কোতোয়ালী। চট্টগ্রাম–৯ সংসদীয় আসনটি সিটি করপোরেশনের ৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৯১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ১৪৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ৭৬৭ জন।

এই আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর একক প্রার্থী দলের কেন্দ্রীয় সহ-ছাত্রকল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম নগর সহ-সাধারণ সম্পাদক এম ওয়াহেদ মুরাদ। তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি সাবেক সংসদ সদস্য ও গণফোরাম সাবেক সভাপতি কফিল উদ্দিনের পুত্র।

নির্বাচনকে কেন্দ্র করে তিনি গত ১ বছর ধরে এলাকা চষে বেড়াচ্ছেন, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিচ্ছেন।

ইসলামিক ফ্রন্ট জোটবদ্ধভাবে নির্বাচন করলে অন্যান্য আসনের পাশাপাশি এই আসনটাও জোটের কাছে চাওয়া হবে।

[related_post themes="flat" id="898"]