
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা ১৫ সেপ্টেম্বর
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিন জেলার উদ্যোগে আগামী ১৫ সেপ্টেম্বর ২০১৮ইং রোজ শনিবার বিকেল ২টায় কর্ণফুলী উপজেলাধীন মইজ্যারটেকস্থ এম রহমান কনভেনশন সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন:- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ নাসেরুল হক চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা এম সোলায়মান ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এম এম নাঈম উদ্দিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বর্ধিত সভাকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য প্রস্তুতি কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে স ম শহীদুল হক ফারুকী ও মুহাম্মদ এনামুল হক এনাম সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।