খাজা রোডের সংস্করণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
খাজা রোডের সংস্করণের কাজ দ্রুত সম্পন্ন করুন
মানববন্ধনে চট্টগ্রাম ৮ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী জননেতা এম সোলায়মান ফরিদ ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম চান্দগাও থানার ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কর্তৃক আয়োজিত খাজা রোডের সংস্করণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন অদ্য ৮ সেপ্টেম্বর ২০১৮ বিকাল ৪ টায় খাজা রোডের পশ্চিম পাশ্বে বহাদ্দার বাড়ি মসজিদ সংলগ্ন চত্বরে শাখার আহবায়ক জননেতা সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও এম এমরানের পরিচালনায় অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এম সোলায়মান ফরিদ , প্রধান বক্তা থানা র সহ সাধারণ সম্পাদক এম রাশেদুল ইসলাম রাশেদ, উপস্থিত ছিলেন ফুটন্ত ফুলের পরিচালক লায়ন এমরান, ব্যবসায়ী নেতা ইসমাঈল, আজাদ,জাসেম, মাষ্টার জাহাঙ্গীর আলম,মো সেলিম, ইউসুফ কবির, শহিদুল ইসলাম, করিম, ওয়াক্কাস, মহিউদ্দিন, ফখরুল সাজ্জাদ, সুফি নেজাম সহ প্রমুখ। প্রধান অতিথি বলেন ” খাজা রোডের সংস্করণ এর জন্য ১ কোটি ৬ লক্ষ টাকা টেন্ডার হয় কিন্তু এখন ও পর্যন্ত টেন্ডার অনুপাতে কাজ না হওয়ার তিনি দুঃখ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে এ রোডের সংস্করণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সিটি করপোরেশনের নিকট জোর দাবী জানান।
[related_post themes="flat" id="885"]